☞ স্বামী স্ত্রীর সুন্নাত ও ফরজ সমূহ☜
֎স্বামী স্ত্রীর সুন্নাত সমূহ֍
১/ স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা সুন্নাত।
২/ নামাজে যাওয়ার আগে স্ত্রীকে চুম্বন করা সুন্নাত।
৩/ স্ত্রী কে বেড়াতে নিয়ে যাওয়া সুন্নাত।
৪/ স্ত্রী কে সালাম দেওয়া সুন্নাত।
৫/ দু'জনে খেলার প্রতিযোগিতা করা সুন্নাত।
֎স্বামী স্ত্রীর ফরজ সমূহ֍
১/ স্ত্রীর হক আদায় করা ফরজ।
২/ স্ত্রীর ইজ্জতের হেফাজত করা ফরজ।
৩/ স্ত্রীর মা-বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ।
৪/ স্ত্রীর পর্দার ব্যবস্থা করা ফরজ।
৫/ স্ত্রীর খাদ্য ব্যবস্থা করা ফরজ।
༻আল্লাহ তা'আলা আমাদের সবাইকে
ইসলামের সঠিক বুঝ দান করুন।༺ (আমিন )