☞বিখ্যাত ১০ টি ইসলামিক উক্তি ☜
বিখ্যাত ১০ টি ইসলামিক উক্তি
১/ তোমারা ধৈর্য্য এবং
নামাজ এর মাধ্যমে,
আল্লাহ তা'আলার ,
কাছে সাহায্য প্রার্থনা করো।
(আল কোরআন)....।
সাড়া গায়ে কাঁটা,
কিন্তু ফল অত্যন্ত মজাদার।
"বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)"
৩/ যে ব্যক্তি আল্লাহ তা'আলা উপর
পবল বিশ্বাস রাখে,
আল্লাহ তা'আলা তার ইচ্ছা,
অপূর্ণ রাখে না।
"হযরত ওমর (রাঃ)"
৪/ নীচু লোকদের প্রদান হাতিয়ার
হচ্ছে অশ্লীল বাক্য।
"শেরে খোদা হযরত আলী (রাঃ)"
৫/ ঘুম থেকে উঠার ক্ষেত্রে যদি
পাখি আপনাকে হারিয়ে দেয়,
তাহলে সেটাই আপনার ব্যর্থতা।
*হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)*
৬/ নামাজ বেহেশতের চাবি।
*বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)*
৭/ কিয়ামতের দিন সর্ব প্রথম,
বান্দার নামাজের হিসাব হইবে।
"বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)"
৮/ নিজের বোঝা যতো কমই
হোকনা কেন তা অন্যের,
উপর চাপাতে চেষ্টা করো না।
"হযরত ওসমান (রাঃ)"
৯/ ইসলাম নামক বৃক্ষের গোরায়,
পানি নয় বরং রক্ত ঢালতে হবে।
"আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহঃ)"
১০/ যে জ্ঞান তোমাকে গুনাহ থেকে
বিরত রাখতে পারেনা,
সে জ্ঞান তোমাকে জাহান্নামে আগুন,
থেকে বাঁচাতে পারবে না।
*ইমাম গাজ্জালী (রহঃ)*
্