--> রোজা ফরজ হওয়ার বিবরণ - islamic guide -->

রোজা ফরজ হওয়ার বিবরণ

#রোজা #রোজা ফরজ হওয়ার বিবরণ



রোজা ফরজ হওয়ার বিবরণ


প্রশ্নঃ রোজা কি ফরজ? রোজা কার উপর ফরজ? এ রোজা কেউ অস্বীকার করলে কি হবে?


উত্তরঃ ইসলামের রুকন সমূহ হতে একটি রুকন হল পবিত্র রমজান মাসের রোজা রাখা । আর উক্ত রোজা প্রত্যেক আকেল,বালেগ,মুসলমানের জন্য ফরজে আইন এবং রোজার ফরজিয়াত কে অস্বীকারকারী কাফির । বিনা ওযরে রোজা ভঙ্গকারী ফাসিক । 


হাদীস শরীফঃ


হযরত আবু হুরায়রা রাঃ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফরমায়েছেন, বনে আদমের সকল আমলের সওয়াব ১০ গুন থেকে ৭০০ গুন পর্যন্ত দেওয়া হবে । আল্লাহ তা'আলা বলেন তবে রোজা এর ব্যতিক্রম । নিশ্চয়ই রোজা আমার জন্য আর আমি  নিজেই রোজার প্রতিদান হবো ।

       

                                 ( বুখারী ও মুসলিম শরীফ )


আল কোরআনঃ


হে মুমিনগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।

(আল-বাকারাহ্ঃ ১৮৩)





© islamic guide. COPYRIGHT © 20221-23 islamicguide - ALL RIGHTS RESERVED ALL THE CONTENT IMAGE AND TRADEMARK BELONGS TO THEIR RESPECTIVE OWNERS.