নামাজের ওয়াক্ত সমূহের বর্ণনা
নামাজের ওয়াক্ত সমূহের বর্ণনা
ফজর
প্রশ্নঃ ফজরের নামাজের সময় কখন আরম্ভ হয় ?
উত্তরঃ ফজরের নামাজের সময় হল সুবহা সাদেকের পর থেকে সূর্যের কিনারায় ভেসে ওঠার পূর্ব পর্যন্ত।
জোহর
প্রশ্নঃ জোহরের নামাজের সময় বর্ণনা করা
উত্তরঃ সূর্য হেলে যাওয়ার পর থেকে প্রত্যেক বস্তুর ছায়া আসলি তথা মূল ছায়া যখন অবশিষ্ট ছায়াটি ওই বস্তুর সমপরিমাণ হবে ততক্ষণ পর্যন্ত। আর মূল ছায়া শ্রাবণ মাসের দেড় কদম হয়ে থাকে। এর পূর্বেরওই পরের চার মাস (শ্রাবণ মাসসহ) এক এক কদম করে বাড়বে । এরপর প্রত্যেক মাসে দুই দুই কদম করে বাড়বে । অবশেষে মূল ছায়া মাঘ মাসে সাড়ে দশ কদম হয়ে যাবে । আর বস্তুর দৈর্ঘের ১ সপ্তমাংশকে কদম বলে। এ হচ্ছে (অর্থাৎ মূল ছায়া ব্যতীত প্রত্যেক বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জোহরের সময় বাকি থাকা) সাহাবাইন (আবু ইউসুফ মুহাম্মদ (রহঃ) ও জুমহুর উলামায়ে কিরামের অভিমত।
ইমাম আযম (রঃ) থেকে এ ধরনের একটি মত বর্ণিত আছে। ইমাম আযম রহমতুল্লাহি আলাইহি এর মতের ওপর ফতোয়া প্রদান করা হয় তা--হলো মূল ছায়া ব্যতীত প্রত্যেক জিনিসের ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের নামাজের সময় বাকী থাকে ।
আসর
প্রশ্নঃ আসরের নামাজের সময় কখন আরম্ভ হয় ?
উত্তরঃ উপরোক্ত উভয় অভিমত অনুযায়ী জোহরের সময় অতিবাহিত হওয়ার পর আসরের নামাজের সময় আরম্ভ হয় । সূর্য হলুদ বর্ণ ও রষ্ণীহীন হওয়ার পূর্ব পর্যন্ত আসর নামাজের সময় বাকি থাকে । তারপর থেকে সূর্যাস্ত পর্যন্ত আসরের নামাজের মাকরূহ সময় । তবে উক্ত সময়ে ওই দিনের আসরের নামাজ মাকরুহে তাহারিমীর সাথে জায়েজ । কিন্তু অন্যান্য ফরজ,নফল,কাজা,ওয়াজিব,জানাজার নামাজ ও সিজদায় তেলাওয়াত জায়েজ হবে না ।
মাগরিব
প্রশ্নঃ মাগরিবের নামাজের সময় কতটুকু ?
উত্তরঃ সূর্যাস্তের পর থেকে মাগরিবের নামাজের সময় আরম্ভ হয় । অধিকাংশ ওলামায়ে কেরামের মতে আকাশের লালিমা ডুবে যাওয়া পর্যন্ত মাগরিবের নামাজের সময় বাকি থাকে । তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি এর এক উক্তি অনুসারে লালিমার পর আকাশে যে শুভ্রতা দেখা যায় তা ডুবে যাওয়া পর্যন্ত মাগরিবের নামাজের সময় বাকি থাকে। তবে প্রচুর পরিমাণ তারকা রাজি উদিত হওয়ার পর মাগরিবের নামাজ পড়া মাকরূহে তানজিহী ।
এশা
প্রশ্নঃ এশার নামাজের সময় কতটুকু ?
উত্তরঃ উপরোক্ত উভয় অভিমত অনুযায়ী মাগরিবের সময় শেষ হওয়ার পর থেকে এশার নামাজের সময় আরম্ভ হয়। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে অর্ধ রাত পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত বাকি থাকে। তবে ইমাম আযম রহমাতুল্লাহ আলাইহি এর মতে সুবহে সাদিক পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত বাকি থাকে । কিন্তু হানাফী মাযহাব অনুসারে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে এশার নামাজ পড়া মুস্তাহাব । মধ্যরাত পর্যন্ত জায়েজ । আর মধ্য রাতের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত মাকরূহে তাহারীমী ।
বিতর
প্রশ্নঃ বিতরের নামাজের সময় কখন আরম্ভ হয় ?
উত্তরঃ এশার নামাজ শেষ হওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত বিতরের নামাজের সময় । তবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে এশা ও বিতরের সময় একই । যখন থেকে এশার নামাজের সময় শুরু হয় তখন থেকে বিতরের নামাজের সময়ও শুরু হয় । কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব । অর্থাৎ এশার নামাজ আদায় করার পর বিতরণ পড়তে হবে ।