--> ইসলামিক ফেসবুক স্ট্যাটাস - islamic guide -->

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

ইসলামিক ফেসবুক বায়ো, ইসলামিক শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ছবি
ইসলামিক স্ট্যাটাস


ইসলামিক শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস 
ইসলামিক স্ট্যাটাস 

১.আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।

   বিশ্ব নবী হযরত মুহাম্মাদ ( সাঃ)


২.পাপের কাজ করে লজ্জিত হলে
পাপ কমে যায়, 
আর পুণ্যের কাজ করে
 গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায়।

  হযরত আলী (রাঃ)

৩.আমি আশ্চর্য হই ঐ ব্যক্তিকে দেখে... 
     যে মৃত্যুকে অবধারিত জেনেও হাসে""
যে দুনিয়াকে ক্ষণস্থামি জেনেও তার 
প্রতি আকৃষ্ট যে তাকদীরকে অব্যর্থ 
জানার পরওকোন কিন্তু হারালে
 আফসোস করে দোজখ সতা জেনেও পাপ করে
শয়তানকে অন্যতম শত্রু মনে করার পরও 
তার অনুসরণ করে....

  হযরত উসমান (রাঃ)

৪.কখনো কখনো কাফিররা আকাঙ্ক্ষা করবে.. 
তারা যদি মুসলিম হতো.......

ربما يود الذين كفروا لو كانوا
مسلمين
(সূরাঃ- হিজির আয়াতঃ- ২)

৫.সেই আসল বীর
যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ......

             হযরত মুহাম্মাদ (সাঃ)


৬.হে মুমিন গন!

তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো,
 নিশ্চিই আল্লাহ্ ধৈর্য্যশীলদের সাথে রয়েছে।

(সূরা আল বাক্বারাহ- ১৫৩)




৭.দামি কাপড় পড়ে কি লাভ হবে
সালাতের জন্য ডাকলে,
যদি বলতে হয়
পোশাক তো এখন নাপাক।


৮.কোন আমলকে ছোট মনে করে
ছেড়ে দিওনা
আর''
কোন গুনাহকে""ছোট মনে করে
বার বার করিওনা।

৯. ধৈর্য্য'
 এমন একটি গাছ... যার সারা গায়ে কাটা
কিন্তু ফল অত্যন্ত মজাদার।


১০.অন্যের নিকট হাত পাতার ফলে 
মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায়। 
সে সম্পদ হচ্ছে আত্মমর্যাদাবোধ। 

  হযরত আলী (রাঃ)


১০.যে ব্যক্তি আল্লাহ তা'য়ালা উপর প্রবল বিশ্বাষ রাখে ও আল্লাহ তা'য়ালা তার ইচ্ছা অপুর্ন রাখে না।

   হযরত উমর (রাঃ)


১১.বন্ধুদের সংখ্যার উপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না।
 বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের উপর নির্ভর করে।


১২.সাহসী লোকেরা
সকল সংকট অতিক্রম করতে সক্ষম হয়,
আর ভীরুরা নতুন নতুন সংকট সৃষ্টি করে

    হযরত সাদ ইবনুল আস (রাঃ)



১২.রমজানে কারো পরিবর্তন দেখে
ঠাট্টা করবেন না,
কারন রমজান আসেই
মানুষকে পরিবর্তন করার জন্য।


১২.যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও, 
তবে মানুষের নিকট হাত পাতা (অন্যের উপর ভরসা করা, 
ভিক্ষা করা) বন্ধ করে দাও।

  হযরত মুহাম্মাদ (সা:)


১৩.আমরা সবাই পাপী,
আপন পাপের বাটখারা দিয়ে, অন্যের পাপ মাপি !
       
কাজী নজরুল ইসলাম


১৪. দোস্ত, চল কন্সার্টে যাই....?
দাড়া কাপড় চেঞ্জ করে
দোস্ত, চল নামাজ পড়তে যাই...?
আসি।
নারে তুই যা, আজ কাপড় ভালো নেই ।

আফসোস মুসলমান...!


১৫.সবারই কামনা থাকা উচিত,যেন সম্পদ 
এত বেশি না হয় যা তাকে অবাধ্য ও পাপাচারী করে দেয়
আবার এত কমও যেন না হয় যার ফলে জীবিকা উপার্জন করতে গিয়ে আল্লাহকে ভুলে যেতে হয়..... !

হযরত ওমর {রাঃ}


১৬.আমি আশ্চর্য হই ঐ ব্যক্তিকে দেখে.. 
যে মৃত্যুকে অবধারিত জেনেও হাসে*
যে দুনিয়াকে ক্ষণস্থায়ি জেনেও তার প্রতি আকৃষ্ট হয়.
যে তাকদীরকে অব্যর্থ জানার পরও কোন কিছু হারালে আফসোস করে দোজখ সত্য জেনেও পাপ করে।
শয়তানকে জঘন্যতম শত্রু মনে করার পরও
 তার অনুসরণ করে..

হযরত উসমান {রাঃ}





© islamic guide. COPYRIGHT © 20221-23 islamicguide - ALL RIGHTS RESERVED ALL THE CONTENT IMAGE AND TRADEMARK BELONGS TO THEIR RESPECTIVE OWNERS.