--> রাসুল (সাঃ) এর সন্তানদের নাম - islamic guide -->

রাসুল (সাঃ) এর সন্তানদের নাম

রাসুল সাঃ এর কতজন সন্তান ছিল রাসূল সাঃ এর কন্যাদের নাম

  

রাসুল (সাঃ) এর সন্তানদের নাম

 রাসুল (সাঃ) এর সন্তানদের নাম 

রাসুল সাঃ এর কতজন সন্তান ছিল? 


হযরত রাসূলে করীম (সাঃ)-এর দুই জন পুত্র ও চারজন কন্যা ছিলেন। তাঁহারা সকলেই বিবি খাদীজা (রাঃ)-এর গর্ভে ভূমিষ্ঠ হইয়াছিলেন। একমাত্র খাদীজা (রাঃ) ব্যতীত অন্য কোন স্ত্রীর গর্ভে হুযুরে পাক (সাঃ)-এর কোন সন্তানাদিহয় নাই। অবশ্য হযরত মারিয়া কিবতিয়ার গর্ভেও তাঁহার একজন পুত্র সন্তান হইয়াছিল। তাঁহার নাম ছিল ইব্রাহীম। শৈশবেই এই সন্তান ইন্তেকাল করিয়াছিলেন। 






হযরত মারিয়ায়ে কিবতিয়া হুযুর পাকের বাঁদী ছিলেন, না বিবাহিতা স্ত্রী ছিলেন, ইহা লইয়া মতভেদ থাকিলেও তাঁহার হেরেম অন্যান্য বিবিগণের মত মসজিদে নবুবীর সন্নিকট ছিল না। ছিল মদীনার শহর-তলীতে। হুযুর তাঁহার খোঁজ-খবর নেওয়ার জন্য মাঝে মধ্যে সেখানে যাইতেন । 


হযরত খাদীজা (রাঃ)-এর গর্ভে হুযুর (সাঃ)-এর ছয়জন সন্তানের মধ্যে দুইজন ছিলেন পুত্র সন্তান এবং চারিজন কন্যা সন্তান। পুত্র দুই জনের নাম ছিল যথাক্রমে কাসেম আর দ্বিতীয় পুত্র আবদুল্লাহ যার লকব ছিল (তাইয়িব ও তাহের)। এই সন্তানদ্বয় ও শৈশবে মৃত্যুবরণ করেন।


রাসূল (সাঃ) এর কন্যাদের নাম যথাক্রমে হযরত জয়নব, হযরত রোকাইয়া, হযরত উম্মে কুলসুম এবং হযরত ফাতেমা জোহরা (রাঃ)। হযরত ফাতেমা (রাঃ)-ই হুযুরে পাক (সাঃ)-এর সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। হযরত খাদীজা (রাঃ) ব্যতীত অন্য কোন স্ত্রীর গর্ভে হুযুরে পাক (সাঃ)-এর কোন সন্তান ভূমিষ্ঠ হয় নাই।


১. প্রথম কন্যা, হযরত জয়নবের বিবাহ হইয়াছিল হযরত খাদীজা (রাঃ)-এর বোনের পুত্র আব্দুল আস বিন রবিয়ার সহিত । 


২. দ্বিতীয় কন্যা, রোকাইয়ার বিবাহ হইয়াছিল ওরা ইবনে ওয়াহাবের সহিত; কিন্তু সে লোকটি একদা ক্রোধবশে হযরত রোকাইয়ার সহিত বিবাহ বিচ্ছেদ ঘটাইয়া ফেলে। অতঃপর হুযুরে পাক (সাঃ) হযরত রোকাইয়াকে তৃতীয় খলীফা হযরত ওসমান (রাঃ)-এর কাছে বিবাহ প্রদান করেন। তিনি তাঁহার তৃতীয় কন্যা হযরত উম্মে কুলসুমকে বিবাহ প্রদান করেন আবদুল ওয়াহাবের অন্যতম পুত্র আতিবার সহিত ।


📌হুযুরে পাক (সাঃ)-এর সাথে খাদীজা (রাঃ)-এর শুভ বিবাহ।



3. তৃতীয় কন্যা, আতিবার মৃত্যু হওয়ায় এবং অপরদিকে হযরত ওসমান (রাঃ)-এর স্ত্রী রোকাইয়ার মৃত্যু হওয়ায় হুযুরে পাক (সাঃ) উম্মে কুলসুমকে হযরত ওসমান (রাঃ)-এর সহিত বিবাহ প্রদান করেন। হযরত ওসমান (রাঃ)-এর এইভাবে হুযুরে পাক (সাঃ)-এর পরস্পর দুই কন্যা বিবাহ করার সৌভাগ্য হওয়ায় তাহাকে 'যিনুরাইন' আখ্যায় আখ্যায়িত করা হয়। যিনুরাইন' অর্থ দুই নূরের অধিকারী।


৪. চতুর্থ কন্যা, হযরত ফাতেমা জোহরা (রাঃ) হুযুরে পাক (সাঃ)-এর সন্তানগণের মধ্যে তাঁহার নিকট সর্বাপেক্ষা প্রিয় এবং স্নেহের পাত্রী ছিলেন। তিনি স্বভাব-চরিত্র গুণ এবং ধর্মভীরুতায় হুযুরে পাক (সাঃ)-এর সর্বশ্রেষ্ঠা সন্তান ছিলেন। হুযুরে পাক (সাঃ)-এর হাদীস মর্মে অবগত হওয়া যায় যে, বেহেশতবাসিনী মহিলাদিগের মধ্যে তিনিই হইবেন সর্দার বা নেত্রী। এইজন্য তাঁহার উপাধি হইয়াছে খাতুনে জান্নাত । 


হযরত ফাতেমা (রাঃ)-কে বিবাহ করার আকাঙ্ক্ষা লইয়া একবার হযরত আবুবকর (রাঃ) আর একবার হযরত ওমর (রাঃ)-এর মত সুযোগ্য ব্যক্তিদ্বয় হুযুরে পাক (সাঃ)-এর নিকট প্রস্তাব দিয়াছিলেন; কিন্তু সে প্রস্তাব মঞ্জুর হয়। নাই। হযরত ফাতেমা (রাঃ)-এর বিবাহ হইয়াছিল হুযুরে পাক (সাঃ)-এর প্রিয়তম ও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিংহ, দিগ্বিজয়ী পুরুষ হযরত আলী ইবনে আবু তালিবের সহিত। 


বিবাহকালে হযরত আলী (রাঃ)-এর বয়স হইয়াছিল চব্বিশ বৎসর পাঁচ মাস আর হযরত ফাতেমা (রাঃ)-এর বয়স ছিল একুশ বৎসর ছয়মাস। হযরত আলী (রাঃ) ও হযরত ফাতেমা (রাঃ)-এর এই শুভ বিবাহ স্বয়ং আল্লাহ তায়ালার প্রত্যক্ষ ইঙ্গিতক্রমেই সুসম্পন্ন হইয়াছিল। হাদীস শরীফে বর্ণিত রহিয়াছে যে, এই বিবাহ অনুষ্ঠানকালে আল্লাহর নির্দেশে বেহেশত মধ্যে ফেরেশতাগণ আনন্দোৎসবের আয়োজন করিয়াছিল।

© islamic guide. COPYRIGHT © 20221-23 islamicguide - ALL RIGHTS RESERVED ALL THE CONTENT IMAGE AND TRADEMARK BELONGS TO THEIR RESPECTIVE OWNERS.