--> নবীজির পোশাক মোবারক - islamic guide -->

নবীজির পোশাক মোবারক

রাসূলুল্লাহ (সাঃ) এর পোশাক ও পোশাকের ইসলামী বিধানমালাঃ---
রাসূলুল্লাহ (সাঃ) এর পোশাক ও পোশাকের ইসলামী বিধানমালাঃ---


রাসূলুল্লাহ (সাঃ) এর পোশাক ও পোশাকের ইসলামী বিধানমালাঃ---

 মহানবী (সাঃ) এর পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে কোন বাধ্য-বাধকতার নীতি অবলম্বন করেন নাই । যখন যাহা হইত, তিনি তখন তাহাই পরিধান করিতেন। খুব উন্নত ধরনের কিংবা বিশেষ শ্রেণীর পোশাকের তিনি অপেক্ষা করিতেন না। হুযুরে পাক (সাঃ) সচরাচর চাদর ইয়ারও ব্যবহার করিতেন। উহা সাধারণতঃ মোটা কাপড়েরই হইত। কখনও কখনও তিনি পশমী কাপড়ও ব্যবহার করিতেন। 


পোশাক সম্পর্কিত হাদীসঃ

আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, হুযুরে পাক (সাঃ) বলেন, হুযুরে পাক (সাঃ) “হিবারা' (ইয়ামেনের একপ্রকার চাদর) একটু বেশি পছন্দ করিতেন। 


সাহাবী ইবনে ওমর (রাঃ) বলেন, হযরত রাসূলে করীম এরশাদ করিয়াছেন, মুমিনের গুণাবলির মধ্যে পোশাক-পরিচ্ছদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং অল্পেতুষ্টি আল্লাহর নিকট পছন্দনীয়। হযরত উম্মে সালমা (রাঃ) বলেন, হুযুরে পাক (সাঃ) যদিও লুঙ্গি ও চাদর পরিধান করিতেন, তবু তিনি জামা-ই বেশী পছন্দ করতেন। মোল্লা আলী কারী (রহঃ) বলেন যে, হুযুরে পাক (সাঃ)-এর জামা সূতী বস্ত্রের ছিল, উহা অত্যধিক লম্বা ছিল না এবং উহার আস্তিনও তত বড় ছিল না। 


উন্মুল মু'মিনীন হযরত আয়েশা (রাঃ) বলেন যে, হুযুরে পাক (সাঃ)-এর জামা, লুঙ্গি, চাদর ও জুতা কখনও একের অধিক থাকিত না।


 হযরত আব্বাস (রাঃ) বলেন যে, হুযুরে পাক (সাঃ)-এর জামা অত্যধিক লম্বা ছিল না এবং তাহার আস্তিনও ততটা দীর্ঘ ছিল না। হযরত আব্বাস(রাঃ) বর্ণিত অন্য হাদীসে আছে যে, হুযুরে পাক (সাঃ)-এর জামা পায়ের গিরার উপরেই থাকিত। অন্য হাদীসে বর্ণিত হইয়াছে যে, তাঁহার জামার আস্তিন হাতের কব্জি পর্যন্ত বিলম্বিত থাকিত। 


হযরত ওমর (রাঃ) বলেন যে, হুযুরে পাক (সাঃ) এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি অহঙ্কারবশতঃ পরনের কাপড় মাটিতে ঝুলাইয়া দিয়া চলিবে, আল্লাহতায়ালা তাহার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। অন্য হাদীসে আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, হুযুরে পাক এরশাদ করিয়াছেন যে, যে ব্যক্তি অহঙ্কারবশতঃ পরনের কাপড় মাটিতে টানিয়া চলিবে, আল্লাহতায়ালা রোজ কিয়ামতে তাহার দিকে রহমতের নজরে দৃষ্টিপাত করিবেন না। এই বাক্য শুনিয়া শ্রেষ্ঠ সাহাবী হযরত আবুবকর (রাঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ (সাঃ) ! অসতর্ক অবস্থায় আমার সেলাইবিহীন লুঙ্গির একপাশ ঝুলিয়া পড়ে। তখন হুযুরে পাক (সাঃ) বলিলেন, যাহারা অহঙ্কারবশতঃ ঐরূপ করে, আর আপনি তাহাদের দলভুক্ত হইবেন না । 


হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, হুযুরে পাক (সাঃ) এরশাদ করিয়াছেন, গিরার নীচে যে ইধার বা কাপড় পরিবে, সে দোযখের আগুনের লেলিহান শিখায় জ্বলিবে। 


হযরত আবদুল্লাহ (রাঃ) বলেন, হুযুরে পাক (সাঃ) এরশাদ করিয়াছেন, একদা একব্যক্তি পায়ের নীচে ইযার ঝুলাইয়া পথ চলিতেছিল, এমনি সময় আল্লাহ তাহাকে (যমিনের নীচে) ধসাইয়া দিলেন। রোজকিয়ামত পর্যন্তই সে মমিনের নিম্নতম স্তরের দিকে তলাইয়া যাইতে থাকিবে। 


হযরত আব্বাস (রাঃ) বলেন, হুযুরে পাক (সাঃ) এরশাদ করিয়াছেন, যে ব্যক্তির নিকট ইযার (বা লুঙ্গি নাই, সে যেন পায়জামা পরিধান করে। আর যাহার নিকট জুতা নাই, সে যেন মোজা ব্যবহার করে। 


হযরত আয়েশা (রাঃ) ও হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, মহানবী (সাঃ) যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, তখন কম্বল দিয়া মুখমন্ডল ঢাকিয়া রাখতেন। যখন শ্বাসরোধ হয়ে আসত, তখন উহা মুখ হতে সরাইয়া ফেলিতেন এবং ঐ অবস্থায় বলতেন, ইয়াহুদী ও নাছারাদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীর কবরকে মসজিদে পরিণত করিয়াছে।


হযরত আবু বুরদাহ (রাঃ) বলেন, হযরত আয়েশা (রাঃ) একখানা চাদর ও মোটা কাপড়ের একটা ইযার নিয়া আমাদের কাছে আসিলেন এবং আমাদিগকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, যখন হুযুরে পাক (সাঃ)ইন্তেকাল করিলেন, তখন এই দুইটি পোশাক তাঁহার পরিধানে ছিল। হাদীস মারফত অবগত হওয়া যায় যে, হুযুরে পাক (সাঃ) স্বয়ং এবং তাঁহার সাহাবায় কেরাম সবুজ বর্ণের পোশাক পরিধান করিতেন। আবার হযরত আবুযর গিফারী (রাঃ)-এর এক হাদীস দ্বারা জানা যায় যে, হুযুরে পাক (সাঃ) সাদা বর্ণের পোশাকও ব্যবহার করিতেন।



কুরআন সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহ সজ্জা।



১.নবী করীম (সাঃ) এর জীবনী

২.নবী করীম (সাঃ) এর সীনাচাক

৩.নবী করীম (সাঃ) এর বাল্য জীবন

৪.নবী করীম (সাঃ) ও বিবি খাদিজা এর ব্যবসা

৫.হুজুর পাক (সাঃ) ‌‌এর সাথে মা খা‌দীজা (রাঃ) শুভ বিবাহ

© islamic guide. COPYRIGHT © 20221-23 islamicguide - ALL RIGHTS RESERVED ALL THE CONTENT IMAGE AND TRADEMARK BELONGS TO THEIR RESPECTIVE OWNERS.