--> পবিত্র শবে বরাতের ফজিলত ও আমল - islamic guide -->

পবিত্র শবে বরাতের ফজিলত ও আমল

শবে বরাতের রোজা কয়টি শবে বরাত এর অর্থ কি শবে বরাত সম্পর্কে হাদিস শবে বরাতের ফজিলত ও আমল শবে বরাতের রোজা কয়টি শবে বরাতের নামাজের নিয়ম

 

শবে বরাতের ফজিলত ও আমল

পবিত্র শবে বরাতের ফজিলত ও আমল 


শবে বরাত এর অর্থঃ 

ফার্সি ভাষায় "শব" শব্দটির অর্থ রাত বা রজনী। বরাত শব্দটি আরবী থেকে গৃহীত। বাংলায় "বরাত" শব্দটি "ভাগ্য" বা "সৌভাগ্য"। অর্থে ব্যবহৃত হলেও আরবীতে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন। আরবীতে "বরাত" শব্দটির অর্থ বিমুক্তি, মুক্তি হওয়া নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি। ফার্সি "শবে বরাত" আরবী "লাইলাতুল বরাত"  বা "বিমুক্তি রজনী" বলতে আরবী পঞ্জিকার ৮ম মাস শা'বান মাসের মধ্যেম রজনী বুঝানো হয়। 


রোজা ও তার প্রকারভেদ প্রসঙ্গে


হাদীস শরীফে এ রাতকে "নিস্ফ শা'বান" বা শা'বান মাসের মধ্যে রাত বলা হয়েছে।

শবে-বরাত ইসলামিক ক্যালেন্ডারের একটি মাহের নাম, যা আরবি ভাষায় শবান নামে পরিচিত। এই মাহে বরাত রাত বলে একটি রাত আছে যা বারবার উল্লেখিত হয় ইসলামিক সাহিহ হাদিসেও।


শবে-বরাত রাতে বেশিরভাগ মুসলমান লোকরা আমল ও ইবাদত করে থাকে। এই রাতে অনেক দু'আ পড়া হয়, কুরআন তেলাওয়াত করা হয়, নাফল নামায পরে থাকা হয় এবং চাঁদ দেখা হয়। সম্প্রতি করোনা প্রাদুর্ভাবের কারণে এই ইবাদতগুলো সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

  মহান আল্লাহ বলেন:


إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ 


“আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারক (বরকতময়) রজনীতে এবং আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।


عن أبي موسى الأشعري، عن رسول الله - صلى الله عليه وسلم - قَالَ " إن الله لَيَطْلَعُ فِي لَيْلَةِ النصف من شعبان فَيَغْفِرُ لجميع خَلْقِهِ إِلا لِمُشْرِك أَو مُشَاحِنٍ

"আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ বলেছেন, আল্লাহ তা'য়ালা মধ্য শা'বানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন।

             (আল হাদিস)....


শবে বরাতের নামাজের নিয়ম 

অনেকেই জিজ্ঞাসা করতে দেখি যে শবে বরাতের নামাজ পড়ার নিয়ম কি ? আসলে এ নামাজ পড়ার নিয়ম হলো অন্যসব নামাজের মতই এই নামাজের জন্য আলাদা কোন নিয়ম নেই । রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম ভিন্ন কোন পদ্ধতি অবলম্বন করেননি। সুতরাং নিজের মতো মনগড়া সিস্টেম করে প্রতি রাখাতে ৫-৭ বার সূরা ইখলাস পড়ে নামাজ পড়ার দরকার নেই স্বাভাবিক ভাবে দুই রাকাতে যতটুকু পড়া যায় ততটুকুই পড়া উত্তম।

অনেকেই আছেন যারা শবেবরাতের নামাজের সম্পর্কে জানতে চান ? আজকে আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাধারণত শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। অন্য সব নফল নামাজ যে ভাবে পড়ে এ নামাজ ও ঠিক তেমনি ভাবে পড়বে এর জন্য কোন আলাদা নিয়ম নেই। আপনি দুই রাকাত নামাজও পড়তে পারেন আবার ৮ রাকাত ১০  রাকাত ১২ রাকাত এটা আপনার সামর্থের উপর নির্ভর করে।

শবে বরাতের রাতের দোয়া ।

প্রতিবছর শা'বান মাসের ১৪ তারিখে শবে বরাত এর নামাজ পালিত হয়। মুসলমানদের কাছে শবে বরাতের নামাজ একটি বিশেষ ইবাদত। সকল মুসলমান শবে বরাতের নামাজ কে নফল নামাজ হিসেবে পড়ে থাকে। এবছর শবে বরাতের নামাজ অনুষ্ঠিত হবে ৭ ই মার্চ রোজ মঙ্গলবার এশার নামাজের পর থেকে।

শবে বরাতের রোজা কয়টি?

আমাদের অনেক ভাই-বোনেরা এদিন রোজা রেখে থাকে। শবে বরাতের রোজা কয়টি সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি! তাদের মানাতে চাই শবে বরাতের রোজা মূলত ১ টি । যেটা আপনারা শবে বরাতের পরের দিন রাখবেন।

প্রতিটি আরবি মাসের ১৩-১৪-১৫ তারিখে রোজা রাখা নবীজি (সঃ) এর সুন্নাত আর শাবান মাসে নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। সেই হিসেবে ১৫ তারিখে রোজা রাখা সুন্নাত। এর বাইরে শবে বরাতের পরের দিন রোজা রাখার ব্যাপারে মুহাদ্দিসগণের মধ্যে মতপার্থক্য রয়েছে।

শবে বরাতের নামাজের দোয়া 

শবে বরাতের নফল নামাজ দুই রাকাত করে চার রাকাত পড়বেন তারপর বিভিন্ন জিকির আযকার করে আল্লাহ তা'য়ালার নিকট দু'হাত আপনার মনের নেক বাসনার জন্য দোয়া করবেন। 

আলী বিন আবু তালিব থেকে বর্ণিত।

তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেন যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো এবং এর দিনে রোজা কেননা এদিন সূর্য অস্তিম হওয়ার পর আল্লাহ তায়ালা পৃথিবীর নিকটতম আকাশে চলে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী আমি তাকে ক্ষমা করে দিব কে আছো রোগ মুক্তির প্রার্থনা কারী আমি তাকে নিরাময় দান করব। কে আছ রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব। কে আছো এই প্রার্থনা ! আল্লাহ তাআলা এভাবেই তাঁর বান্দাদেরকে আহবান করেন ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত। 

                    (ইবনে মাজাহ)


১.Islamic Facebook status

২.ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

৩.নামাজের ওয়াক্ত সমূহের বর্ণনা 

৪.রোজা ফরজ হওয়ার বিবরণ 

৫.অযুর সুন্নত সমূহ

৬.নবুয়ত প্রাপ্তি

৭.রাসূল (সাঃ) সন্তানদের নাম 

৮.রাসূল (সাঃ) এর প্রিয়তমা স্ত্রীদের নাম