কোরবানি কাদের উপর ফরজ
কোরবানী কবুল হওয়ার জন্য শর্ত দুটি
১. একমাত্র আল্লাহতালাকে রাজি খুশি করার জন্য কোরবানি দিতে হবে।
২. হালাল উপার্জনে কোরবানি দিতে হবে।
চার প্রকার লোকের উপর কোরবানি দেওয়া ওয়াজিব।
১.যার উপর যাকাত ফরজ ও সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব।
২. মান্নতকারীর জন্য কুরবানী দেওয়া আছে।
৩. অসিয়ত কৃত কুরবানী দেওয়া ওয়াজিব।
৪. গরীব কোরবানির নিয়তে পশু খরিদ করলে কোরবানির দেওয়া ওয়াজিব।
ছয়টি কারণে কোরবানি মাকরুহ হয়।
১. কোরবানির পশু দ্বারা কোন কাজ করাইলে।
২. দুধ দোয়াইয়ে নিজে খেলে (দুধ গরিব দুঃখীদের দান করে দিতে হবে)
৩. জানা শর্তে গর্ভবতী পশু দ্বারা কোরবানী দিলে।
৪. জবাই করার পূর্বে পশুর চামড়া বিক্রি করলে।
৫. পশু মারা যাওয়ার আগে চামড়া ছিললে।
৬. জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেললে।
পশুর ৭ টি বস্তু খাওয়া হারাম।
১. প্রবাহিত রক্ত অর্থাৎ জবাই করার পর যে রক্ত বের হয়
২. লিঙ্গ
৩. অন্ডকোষ
৪. প্রস্রাব থলি
৫. চামড়া ও গোশতের মাঝে জমাট বিচি
৬. পিত্ত
৭. হাঁরের ভিতরে সাঁদা রগ।
হজ্জ ও তার প্রকারভেদ